ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

খুলনায় ডিবি পরিচয়ে ডাকাতি ॥ অস্ত্রসহ আটক ১০

প্রকাশিত: ০৬:৫৯, ১৭ নভেম্বর ২০১৮

 খুলনায় ডিবি পরিচয়ে ডাকাতি ॥ অস্ত্রসহ আটক ১০

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ডাকাতির চেষ্টাকালে চার আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করা করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা ভুয়া ডিবির পরিচয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জেলা ডিবি পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ মোঃ রাজ্জাক চৌধুরী, মাসুম ওরফে ফারুক চৌধুরী (৩৮), আরিফুজ্জামান ওরফে শরীফ, মোঃ রিপন গাজী (৩০), মোঃ আলমগীর হোসেন (৩২), সাগর মিয়া (৪০), মোঃ হিরা মিয়া (৩৫), মোঃ সোহেল ওরফে রাহেজ ওরফে হারেজ (৩৪), মোঃ আনিসুর রহমান (২৫) ও গফুর আলী (৩৮)। এ ঘটনায় ঘটনায় শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী রূপসা থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের দুইটি পৃথক ধারায় মামলা দায়ের করেছেন। খুলনা জেলা ডিবি পুলিশ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার তিলক এলাকার কুদির বটতলা মোড় সংলগ্ন খানজাহান আলী সেতু বাইপাস সড়কের পার্শ্ববর্তী থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের উক্ত ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ একটি অত্যাধুনিক ৭.৬৫ পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ৩টি অত্যাধুনিক পি-শাটারগান, ৭টি ডিবিরি কোটি, ৪টি পুলিশের ভুয়া আইডি, ৩টি পিস্তলের কভার, ৪টি টর্চ লাইট, ৪টি বাঁশি, এক জোড়া হ্যান্ডকাফ ও ২টি ডিবি পুলিশ লেখা লেমেনেটিং কার্ড উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একটি কালো রংয়ের মাইক্রোবাসসহ ডাকাত দলের ৪-৫ জন পালিয়ে যায়।
×