ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিআইডিএসের গবেষণা তথ্য

মিথেন গ্যাসের ঝুঁকিতে ঢাকা

প্রকাশিত: ০৪:১৬, ১৩ নভেম্বর ২০১৮

মিথেন গ্যাসের ঝুঁকিতে ঢাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ভয়াবহ মিথেন গ্যাসের ঝুঁকিতে রয়েছে ঢাকাসহ দেশের শহরগুলো। এটি কার্বন ডাই অক্সাইডের চেয়েও ২১ গুণ বেশি বিপজ্জনক।’ সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) দু’দিনব্যাপী গবেষণা সম্মেলনের শেষ দিনে ‘অর্গানিজ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এ্যান্ড দ্য আরবান পুওর ইন ঢাকা সিটি’ শীর্ষক এক গবেষণায় এসব বিষয় উঠে এসেছে। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন করেন মিতালী পারভিন এবং আনোয়ারা বেগম। গবেষণায় বলা হয়, দিনে দিনে ঢাকায় শহরে ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে ব্যাপক পরিমাণে অর্গানিজ (সবজি বা অন্যান্য পচনযোগ্য বর্জ্য) বর্জ্য উৎপাদন হচ্ছে। অর্থাৎ যেসব বর্জ্য পচে যাচ্ছে। এক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশনের সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় এই ঝুঁকি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঢাকার দরিদ্র জনগোষ্ঠী এই ক্ষতির শিকার বেশি হচ্ছে। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে এ অধিবেশনে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ টি এম নুরুল আলম। অধিবেশনে আরও বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রফেসর নুরুল আলম বলেন, ‘অর্গানিক বর্জ্য ব্যবস্থাপনায় নজর দেয়া খুবই প্রয়োজন। এক্ষেত্রে সরকারীভাবে গুরুত্ব দেয়ার পাশাপাশি বেসরকারী উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।’ প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা শহরে জনসংখ্যার ঘনত্ব বাড়ছে। ফলে ঢাকা শহরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বেকারত্ব, জ্বালানি শক্তির সঙ্কট, পরিবেশ দূষণ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা।
×