ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহসিন বুলবুল ফাউন্ডেশনের উদ্বোধনীতে সঙ্গীতসন্ধ্যা

প্রকাশিত: ০৬:৪৪, ১২ নভেম্বর ২০১৮

 মহসিন বুলবুল ফাউন্ডেশনের উদ্বোধনীতে সঙ্গীতসন্ধ্যা

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মহসিন বুলবুলের স্মৃতি রক্ষার্থে তার কন্যা সংস্কৃতিকর্মী ও সমাজসেবক ইসরাত জাহান আইভীর উদ্যোগে প্রতিষ্ঠিত হলো ‘মহসিন বুলবুল ফাউন্ডেশন’। গত ১০ নবেম্বর শনিবার রাজধানীর রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যারও আয়োজন করা হয়। মহসিন বুলবুল ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, জি এম কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট দেওয়ান সুলতান আহমেদ, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ মোঃ মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুল হক রেজা ও যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি। অনুষ্ঠানে বক্তারা মহসিন বুলবুলকে নিয়ে স্মৃতিচারণ করেন। তারা এ সময় মহসিন বুলবুল ফাউন্ডেশন গঠনের জন্য ইসরাত জাহান আইভীকে ধন্যবাদ জানান। আলোচনা শেষে মহসিন বুলবুল ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মরিয়ম মারিয়া, তন্বী ও রূপম। আমন্ত্রিত অতিথি ও উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন।
×