ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভারতের মোবাইল শিল্পের বাজার ২৩ হাজার কোটি ডলার ছাড়াচ্ছে

প্রকাশিত: ০৪:১৬, ১১ নভেম্বর ২০১৮

ভারতের মোবাইল শিল্পের বাজার ২৩ হাজার কোটি ডলার ছাড়াচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০২৫ সালের মধ্যে ভারতের মোবাইল উৎপাদন শিল্পের বাজার ২৩ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। একই সময়ের মধ্যে এ খাতে নতুন কর্মসংস্থান হবে অন্তত ৪৭ লাখ। ভারত ভিত্তিক মোবাইল শিল্পের শীর্ষ সংস্থা ইন্ডিয়া সেলুলার এ্যান্ড ইলেক্ট্রনিক্স এ্যাসোসিয়েশনের (আইসিইএ) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভারতে প্রায় ১২০টি হ্যান্ডসেট উৎপাদন প্লান্ট নির্মাণ করা হয়েছে। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতিবছর ভারতের স্মার্টফোন উৎপাদন প্রায় ৩৭ শতাংশ হারে বেড়েছে। গেল বছরে উৎপাদন হয়েছে ২২ কোটি ৫০ লাখের বেশি মোবাইল ফোন হ্যান্ডসেট যার বাজারমূল্য ২ হাজার কোটি মার্কিন ডলার।
×