ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তফসিল ঘোষণার পর বাঁশখালীতে পুলিশী নজরদারি জোরদার

প্রকাশিত: ০৫:৩৯, ১০ নভেম্বর ২০১৮

তফসিল ঘোষণার পর বাঁশখালীতে  পুলিশী নজরদারি জোরদার

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৯ নবেম্বর ॥ একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর থেকে পুলিশের কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে। এদিকে শুক্রবার চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল হক টিটু, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মফিজ উদ্দিন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে শতাধিক পুলিশ ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে টহল প্রদানসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করতে দেখা গেছে। উল্লেখ্য, ইসি আগামী ২৩ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার পর থেকে কতিপয় দুষ্কৃতিকারী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে সরকার পেশিশক্তির মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে চায় উল্লেখ করে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
×