ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে হামলার চেষ্টা, বাংলাদেশী দোষী সাব্যস্ত

প্রকাশিত: ০৬:২১, ৮ নভেম্বর ২০১৮

নিউইয়র্কে হামলার চেষ্টা, বাংলাদেশী দোষী সাব্যস্ত

মার্কিন বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নিউইয়র্কের বাস টার্মিনালে আত্মঘাতী বিস্ফোরণ চেষ্টার সময় আহত অবস্থায় আটক বাংলাদেশী যুবক আকায়েদ উল্লাহকে (২৮) সন্ত্রাসী তৎপরতার ছয় অভিযোগে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। ম্যানহাটনের ফেডারেল আদালতে এক সপ্তাহ শুনানির পর মঙ্গলবার গ্র্যান্ড জুরি তাকে দোষী সাব্যস্ত করে। আইন অনুযায়ী এসব অপরাধে তার যাবজ্জীবন কারাদ- হতে পারে। খবর নিউইয়র্ক টাইমস, সিবিএস ও এনবিসি নিউজের। গত বছর ১১ ডিসেম্বর সকালে অফিসগামী যাত্রীদের ব্যস্ততার মধ্যে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাওয়ার সঙ্কীর্ণ ভূগর্ভস্থ পথে নিজের শরীরে বাঁধা ‘পাইপ বোমা’ বিস্ফোরণ ঘটান আকায়েদ। বোমাটি ঠিকমতো বিস্ফোরিত না হওয়ায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন তিনি। তার বিস্ফোরণে আহত হন তিন পুলিশ সদস্য। তাকে আটক করায় নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে বলা হয়, ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তিনি হামলা চালানোর চেষ্টা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
×