ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সান্তাহার পৌরসভার মেয়র সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৬:০২, ৮ নভেম্বর ২০১৮

সান্তাহার পৌরসভার মেয়র সাময়িক বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৭ নবেম্বর ॥ বগুড়ার সান্তাহার পৌরসভার মেয়র ও সান্তাহার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ভুট্টুকে তার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বহিষ্কার আদেশ দেয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে অনুলিপি প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মেয়র তোফাজ্জল হোসেনসহ তিনজনকে আসামি করে আদমদীঘি থানায় গত ১০.০১.১৬(মামলানং-১৭৯৮) তারিখে পৌর এলাকার বাসিন্দা শহীদ মোল্লা নামের এক ব্যক্তি একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে গত ০৩.১০.১৬ তারিখে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর প্রেক্ষিতে মেয়র হিসেবে তোফাজ্জল হোসেনের মেয়রের ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী। মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ার কারণে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১ এ উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাতে এ বিষয়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন জানান, একটি মিথ্যা ও সাজানো মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। এই বহিষ্কার আদেশের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হবেন বলে জানান তিনি।
×