ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর ॥ যাত্রী আহত

প্রকাশিত: ০৬:৩১, ৬ নভেম্বর ২০১৮

বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর ॥ যাত্রী আহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বানারীপাড়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সন্ধ্যায় বিএনপির বিক্ষোভ মিছিল শেষে পাঁচটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে যাত্রীবাহী ইজিবাইক ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে খলিল বালী নামের এক যাত্রী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেছে। ওসি খলিলুর রহমান জানান, রবিবার সন্ধ্যায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে পরপর পাঁচটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে নেতাকর্মীরা যাত্রীবাহী একটি ইজিবাইক ভাংচুর করে। এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। এদিকে একই রাতে পরিত্যক্ত অবস্থায় বাবুগঞ্জ উপজেলার রাকুুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পেছন থেকে তিনটি পেট্রোলবোমা ও দুইটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ওসি দিবাকর চন্দ্র দাস জানান, টহল পুলিশ ওই এলাকায় ডিউটিকালে মধ্যরাতে বিকট শব্দে একটি বিস্ফোরণের আওয়াজ পায়। খুঁজতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
×