ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কোটি টাকার সোনাসহ শাহজালালে তিন যাত্রী আটক

প্রকাশিত: ০৪:৪১, ৫ নভেম্বর ২০১৮

 কোটি টাকার সোনাসহ  শাহজালালে  তিন যাত্রী  আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৪৬ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। এ সময় হাতেনাতে ধরা হয়েছে আফরাতুল আজিম, মোহাম্মদ রিয়াজুল হক ও জাফর উল্লাহ নামে তিন যাত্রীকে। শনিবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে দুবাই থেকে আসা ২ যাত্রীর রেক্টামের ভেতর লুকানো ১৫টি স্বর্ণবার ও ২০২ গ্রাম স্বর্ণালঙ্কার এবং অপর যাত্রীর কাছ থেকে ১০৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এ সম্পর্কে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে ইকে-৫৮৬ ফ্লাইটযোগে সোনা চোরাচালান হবে। ওই তথ্যের ভিত্তিতে তারা এয়ারপোর্টের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। তিন যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার পর শুল্ক গোয়েন্দা দল তাদের আটক করে। আটকের পর সুনিশ্চিত তথ্য থাকার পরও জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। এ সময় যাত্রীদের শারীরিক লক্ষণাদিতে সোনা বহনের বিষয়টি স্পষ্ট হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আফরাতুল আজিম এবং মোহাম্মদ রিয়াজুল হক তাদের রেক্টামে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, এরপর বিশেষ কায়দায় তাদের ব্যায়াম করিয়ে, রুটি, কলা, জুস ও পানি খাইয়ে শুল্ক গোয়েন্দা দল যাত্রীদ্বয়ের রেক্টাম থেকে ১৫ পিস সোনা বের করায়। এছাড়া তাদের কাছ থেকে ২০২ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অপর যাত্রী জাফর উল্লাহ পালানোর চেষ্টা করেন। এরপর তার দেহ তল্লাশি করে ঘোষণা বহির্ভূত ১০৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় এক কোটি ৮ লাখ টাকা। তিন যাত্রীর মালামাল, ট্রলি ইত্যাদি পর্যালোচনায় মনে হয়েছে- তারা একই উদ্দেশে স্বর্ণ বহন করছিলেন এবং শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ চোরাচালান ছিল তাদের মূল উদ্দেশ্য। উদ্ধারকৃত সোনা ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেয়া হয়েছে। এছাড়া আটক তিন ব্যক্তিকে বিমানবন্দর থানায় সোপর্দের পর নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
×