ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

শেয়ারবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৫:৫৮, ৪ নভেম্বর ২০১৮

শেয়ারবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। তবে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে উভয় শেয়ারবাজারে বেড়েছে। জানা গেছে, গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৪১১ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৬৭০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৬৪ কোটি ২৪ লাখ ৪ হাজার ২৭২ টাকা বা ১৭.৭৯ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৭ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৩৯৮ টাকার। ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৩৩ লাখ ৯১ হাজার ৫৩৪ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪০৯ কোটি ৪৯ লাখ ১০ হাজার ৬৭৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৭২ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ৮৫৫ টাকা বেশি হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৫৬ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৭.৭৪ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১০.৭০ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৬ ও ১৮৬৫ পয়েন্টে। ডিএসইতে বিদায়ী সপ্তাহে মোট ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে ১৬৩টির দর বেড়েছে, দর কমেছে ১৫৭টির ও শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে ২৬টির। বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। কোম্পানিটির মোট ১৫৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬১ কোটি ৪৯ লাখ ৬২ হাজার টাকার এবং তৃতীয় সর্বোচ্চ মুন্নু সিরামিকের ৬১ কোটি ৩৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া নূরানী ডাইংয়ের ৫৫ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকার, ইনটেকের ৫৪ কোটি ২৪ লাখ ৭৮ হাজার টাকার, সামিট পাওয়ারের ৪৯ কোটি ৬৮ লাখ ১ হাজার টাকার, এ্যাডভেন্ট ফার্মার ৪৯ কোটি ২৫ লাখ ৬৩ হাজার টাকার, বিবিএস কেবলসের ৪৮ কোটি ১৪ লাখ ৫৮ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৪৭ কোটি ১ লাখ ৬ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৪৬ কোটি ৩০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সব সূচক কমেছে। সপ্তাহটিতে সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ৬০ পয়েন্ট বা ০.৪১ শতাংশ, সিএসসিএক্স ৪৮ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৫ পয়েন্ট বা ১.২৫ শতাংশ এবং সিএসআই ৯ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৪৫৩, ৯ হাজার ৭৯৫, ১ হাজার ১৯১ ও ১ হাজার ৭৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ১২০ কোটি ৬৩ লাখ ২২ হাজার ৬১২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৮ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৭১৫ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২২ কোটি ৪৫ লাখ ৯৩ হাজার ৮৯৭ টাকা বা ২২.৮৮ শতাশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ১২৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২টির।
×