ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নিত্যপণ্যেও স্বস্তি

ইলিশের সরবরাহ বাড়ায় বাজারে সব মাছের দাম কমেছে

প্রকাশিত: ০৫:১২, ৩ নভেম্বর ২০১৮

  ইলিশের সরবরাহ বাড়ায় বাজারে সব মাছের  দাম কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফের ইলিশ বিক্রি শুরু হওয়ায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে সব ধরনের দেশীয় জাতীয় মাছের দাম। পরিবহন সঙ্কটের সমাধানে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে সবজির। আমন কাটা শুরু হওয়ায় নতুন চাল বাজারে। এ ছাড়া ডাল, চিনি, পেঁয়াজ, ভোজ্যতেল ও আটার দাম স্থিতিশীল রয়েছে। দ্রব্যমূল্য নিয়ে ভোক্তাদের স্বস্তি রয়েছে নিত্যপণ্যের বাজারে। সাপ্তাহিক ছুটি থাকায় সকাল থেকে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় এক মাস পর বাজারভর্তি ইলিশ মাছ দেখে খুশি ক্রেতারা। দাম কিছুটা কম হওয়ায় ইলিশ মাছ বিক্রি হয়েছে বেশি পরিমাণে। দেশী মাছ কিনতে এসে অনেক ক্রেতা ইলিশ নিয়ে ঘরে ফিরেছেন। সাধারণত নবেম্বর ও ডিসেম্বরে সাগর ও নদীতে বেশিরভাগ ছোট সাইজের ইলিশ ধরা পড়লেও এ বছর ব্যতিক্রম। বাজারে বড়, মাঝারি ও ছোট তিন সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে সমান তালে। এসব মাছের দামও কম। মাঝারি সাইজের ইলিশের জোড়া বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ’ টাকা। এক কেজি সাইজের ইলিশ ১১শ’ থেকে ১২শ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। ৫০০ গ্রাম সাইজের এক জোড়া ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকা। এছাড়া ছোট সাইজের প্রতিজোড়া ইলিশ ৫০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে, ফকিরাপুল বাজার থেকে ইলিশ কিনে ঘরে ফিরছিলেন শহীদবাগের বাসিন্দা ইকবাল হাসান। তিনি জনকণ্ঠকে জানান, এক মাস পর বাজারে এসে সস্তায় ইলিশ পাওয়া গেছে। তাই দেশী জাতের মাছের পরিবর্তে ইলিশ কেনা হলো। বাসার সবার পছন্দের মাছ ইলিশ। তিনি বলেন, সাধারণত, এ সময়টাতে বাজারে ইলিশ তেমন সরবরাহ থাকে না, দামও হয় বেশি। কিন্তু এ বছর অন্যরকম মনে হচ্ছে। ভরা মৌসুমের মতো ইলিশ উঠেছে রাজধানীর বাজারে। ইলিশ মাছ রক্ষা করা গেলে সারাবছর কম দামে ভাল সাইজের ইলিশ পাওয়া সম্ভব।
×