ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সংলাপে বিশেষ কোন সমাধান পাওয়া যায়নি ॥ ড. কামাল

প্রকাশিত: ০৮:১৯, ২ নভেম্বর ২০১৮

সংলাপে বিশেষ কোন সমাধান পাওয়া যায়নি ॥ ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে সাড়ে তিন ঘণ্টার আলোচনা ভাল হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন, আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। তবে সংলাপে বিশেষ কোন সমাধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে সংলাপ শেষে বেইলি রোডের বাসায় ঐক্যফ্রন্টের অন্য নেতাদের সঙ্গে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংলাপে আমি সন্তুষ্ট হতে পারিনি। কারণ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট কিছু বলেননি। ৭ দফা দাবিতে আমাদের আন্দোলন কর্মসূচী চলবে। ড. কামাল হোসেন বলেন, গণভবনে আমরা সাড়ে ৩ ঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেছি। প্রধানমন্ত্রী বলেছেন, এখন থেকে সভা-সমাবেশসহ কোন রাজনৈতিক কর্মসূচীর ওপর কোন বাধা থাকবে না। সবাইকে সমান সুযোগ দেয়া হবে। আর বিরোধী দলের নেতাকর্মীদের রাজনৈতিক মামলাগুলোর তালিকা দিলে তিনি তদন্তের বিষয়ে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আর বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী বলেছেন। ড. কামাল এও বলেন, সংলাপ ইতিবাচক। রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশে কোথাও কোন বাধা থাকবে না আমাদের জানানো হয়েছে। এ বিষয়ে প্রশাসনকে নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে সংলাপে আলোচনার বিষয়ে একটি লিখিত বক্তব্য তুলে ধরেন গণফোরামের নেতা সুব্রত চৌধুরী। এর পর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংসদ ভেঙ্গে দেয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। এ বিষয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে বলে প্রধানমন্ত্রী বলেছেন। আমি সংলাপে সন্তুষ্ট হতে পারিনি। আর আমরা তফসিল পিছিয়ে দেয়ার কথা বলেছিলাম। প্রধানমন্ত্রী বলেছেন, তফসিলের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে ৭ দফা দাবিতে আমাদের আন্দোলন চলবে। এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদিনের আলোচনায় সবকিছু পাওয়া যায় না। তবে আরও আলোচনা হতে পারে। সংবাদ সম্মেলনে জাসদ সভাপতি আ স ম আবদুর রব বলেন, আমরা সাত দফা দাবি জানিয়েছি। এসব দাবি মানা না মানার এখতিয়ার সরকারের। আমরা রাজপথে আন্দোলন অব্যাহত রাখব।
×