ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

চার কোম্পানিকে বিটিআরসির টাওয়ার শেয়ারিং লাইসেন্স প্রদান

প্রকাশিত: ০৬:১১, ২ নভেম্বর ২০১৮

চার কোম্পানিকে বিটিআরসির টাওয়ার শেয়ারিং লাইসেন্স প্রদান

স্টাফ রিপোর্টার ॥ চার কোম্পানিকে টাওয়ার শেয়ারিং লাইসেন্স দিয়েছে বিটিআরসি। বৃহস্পতিবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে ইডটকো বাংলাদেশ, টিএএসসি সামিট টাওয়ার্স, কীর্তনখোলা টাওয়ার বাংলাদেশ ও এবি হাইটেক কনসোর্টিয়ামের প্রতিনিধিদের হাতে এ লাইসেন্স তুলে দেয়। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন। ইডটকোর ম্যানেজিং ডিরেক্টর রাহুল চৌধুরী, টিএএসসি সামিট টাওয়ার্সের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আরিফ আল ইসলাম, এবি হাইটেক কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান মোল্লা এবং কীর্তনখোলা টাওয়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম লাইসেন্স নেন। অনুষ্ঠানে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে অনেক মাইলফলকের মধ্যে আরেকটি মাইলফলক অর্জন হলো। আমরা হিসাব করে দেখেছি, নতুন কোন আইনগত বিষয় অবশিষ্ট নেই।
×