ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ছাত্রকে পিটিয়ে মাকে গলা ধাক্কা দিলেন প্রধান শিক্ষক

প্রকাশিত: ০৪:১৮, ৩০ অক্টোবর ২০১৮

ছাত্রকে পিটিয়ে মাকে গলা ধাক্কা দিলেন প্রধান শিক্ষক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বার্ষিক পরীক্ষার জন্য একশ’ টাকা ফি জমা না দেয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্র সুমন মিয়াকে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়েছেন প্রধান শিক্ষক আফতাবুজ্জামান। এতে ছাত্রটি আহত হয়। সোমবার বেলা ১২টার দিকে ঘটনাটি ঘটে কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের সয়রাগন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ দিকে ঘটনার কথা জানতে পেরে ছাত্রটির মা শেফালী বেগম এসে প্রতিবাদ করলে তাকেও গলা ধাক্কা দেন প্রধান শিক্ষক। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে তার অপসারণ দাবি করে বিক্ষোভ করে। সুমন ওই ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামের কৃষক মখমোল হোসেনের ছেলে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেন ও সদস্য আরজুল হক এসে এলাকাবাসীকে প্রধান শিক্ষকের বিচার করা হবে বলে আশ্বস্ত করলে প্রধান শিক্ষক অবরুদ্ধ হতে মুক্তি পায়।
×