ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাধারণ যুবককে বিয়ে

প্রকাশিত: ০৩:৫১, ৩০ অক্টোবর ২০১৮

সাধারণ যুবককে বিয়ে

কেই মোরিয়া নামে সাধারণ যুবককে বিয়ে করে জাপানের রাজকুমারী ইয়াকো সংবাদের শিরোনাম হয়েছেন। সোমবার টোকিও’র মেইজি মঠে ধর্মীয় রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ৩২ বছর বয়সী মোরিয়া কাজ করেন নিপ্পন ইউসেন জাহাজ কোম্পানিতে। আর ২৮ বছর বয়সী ইয়াকো হলেন সম্র্রাটের মৃত ভাই রাজকুমার তাকামাদোর কন্যা। বিয়ের পর ইয়াকো বলেন, আমি খুবই খুশি। আর মোরিয়া বলেন, হাসিখুশি একটি পরিবার গড়তে আমরা হাতে হাত রেখে একসঙ্গে কাজ করতে চাই। -ইয়াহু নিউজ যৌথ স্যাটেলাইট প্রথমবারের মতো যৌথভাবে তৈরি একটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে ফ্রান্স ও চীন। মহাসাগরের দিন-রাতের বায়ু এবং ঢেউয়ের গতিবিধির ওপর নজর রাখতে সোমবার চীনের গোবি মরুভূমি থেকে এটি মহাকাশে প্রেরণ করা হয়। ইতোমধ্যে এটি পৃথিবীর উপরে ৫২০ কিলোমিটার কক্ষপথে প্রবেশ করেছে। বিজ্ঞানীরা এই স্যাটেলাইটের সাহায্যে ঘূর্ণিঝড় সম্পর্কে আরও ভাল পূর্বাভাষ দেয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন সম্পর্কে বুঝতে সক্ষম হবেন। এই তথ্য নিশ্চিত করেছে চাইনিজ স্টেট এ্যাডমিনিস্ট্রেশন অব সায়েন্স, টেকনোলজি এ্যান্ড ইন্ডাস্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্স। -এনডিটিভি
×