ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্যাসের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

প্রকাশিত: ০৪:৫১, ২৯ অক্টোবর ২০১৮

 গ্যাসের দাবিতে  গাইবান্ধায়  মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৮ অক্টোবর ॥ ‘দাবি মোদের একটাই, গাইবান্ধায় গ্যাস চাই’ এ স্লোগানকে সামনে রেখে ঢাকার ‘ভালোবাসি গাইবান্ধা’ সংগঠন এর আয়োজনে রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুজ্জামান রিংকু, জেলা যুবলীগের সভাপতি সরদার শাহীদ হাসান লোটন, ভালোবাসি সংগঠনের সভাপতি গোলাম আশিক যাদু, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম খান, খান মোঃ সাঈদ হোসেন জসিম, মানবাধিকার কর্মী এ. কে. এম সালাউদ্দিন কাশেম, কায়সার পাবন, এস.এম বিপ্লব, রওশন আলম পাপুল প্রমুখ। বক্তারা বলেন, বগুড়া থেকে গাইবান্ধার ওপর দিয়ে রংপুর হয়ে নীলফামারীর উত্তরা ইপিজেড পর্যন্ত পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হবে। কিন্তু গাইবান্ধায় গ্যাস সংযোগ দেয়ার কোন পরিকল্পনার কথা শোনা যাচ্ছে না। এদিকে গ্যাসের অভাবে গড়ে উঠছে না এ জেলায় তেমন কোন শিল্প কারখানা। ফলে অর্থনৈতিকভাবে এখনও পিছিয়ে রয়েছে এ জেলার মানুষ।
×