ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ছাত্র হৃদয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৩:৪৯, ২৬ অক্টোবর ২০১৮

কুষ্টিয়ায় ছাত্র হৃদয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৫ অক্টোবর ॥ কুষ্টিয়ায় জিলা স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র মুতাসসিম বিন মাজেদ ওরফে হৃদয়কে (১৪) অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যা ও লাশ গুমের মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মোঃ মশিউর রহমান জনাকীর্ণ আদালতে এক আসামির উপস্থিতিতে চাঞ্চল্যকর মামলার এই রায় প্রদান করেন। মৃত্যু দ-প্রাপ্তরা হলো, শহরের কালীশংকরপুর এলাকার গাফফার খানের ছেলে সাব্বির খান, হাউজিং এ ব্লকের আজম আলীর ছেলে হেলাল উদ্দিন ড্যানি এবং ভেড়ামারা উপজেলার দশমাইল ক্যানেল পাড়ার মৃত মসলেম শেখের ছেলে আব্দুর রহিম শেখ ওরফে ইপিয়ার। রায় ঘোষণাকালে প্রধান আসামি সাব্বির খান আদালতে উপস্থিত ছিল। অপর দুই আসামি এখনও পলাতক। উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মে সন্ধ্যায় কুষ্টিয়া শহরতলির মোল্লাতেঘরিয়া পূর্বপাড়া এলাকা থেকে জিলা স্কুলের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র হৃদয়কে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। অপহরণের ৪ দিন পর অপহরণকারীরা হৃদয়ের মা তাসলিমা খাতুনের কাছে ফোন করে মুক্তিপণ হিসাবে ১৩ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে বহু দেনদরবার শেষে ২ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীরা হৃদয়কে ছেড়ে দিতে সম্মত হয়। অপহরণকারীদের কথামতো ২ জুন গোপনে নির্দিষ্ট স্থানে ২ লাখ টাকা পৌঁছে দেয় হৃদয়ের মা তাসলিমা খাতুন। তারপরও কথামতো অপহরণকারীরা হৃদয়কে ফেরত না দিলে হৃদয়ের মা বাদী হয়ে কুষ্টিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
×