ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গুলশানের সিলভার টাওয়ারে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৫:২৬, ২৫ অক্টোবর ২০১৮

গুলশানের সিলভার টাওয়ারে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের সিলভার টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উনিশ তলা ভবনটিতে লাগা আগুন নয় তলা থেকে ষোলো তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এতে পুরো ভবনসহ আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও অগ্নিকা-ে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির যেসব তলায় আগুন লেগেছিল, সেসব তলায় থাকা অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর পৌনে দুইটার দিকে গুলশান-১ নম্বর গোলচত্বরের পাশে ১৩৩ নম্বর সড়কে অবস্থিত ৫২ নম্বর সিলভার টাওয়ারের দশম তলায় আগুনের সূত্রপাত। ভবনটির নিচে থাকা একটি হোটেলের ম্যানেজার জনকণ্ঠকে বলেন, ভবনটির পেছনের দিকে আগুন দেখা যায়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় ভবনটিতে আগুন লেগেছে বলে শোরগোল শুরু হয়। এ সময় যে যার মতো ভবনটি থেকে নামতে থাকেন। অনেকে দ্রুত সিঁড়ি দিয়েও নামেন। সিড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়ির সৃষ্টি হয়। অনেকে আবার লিফট দিয়েও নামেন। মুহূর্তের মধ্যেই সিলভার টাওয়ারের পেছনের দিকের রাস্তাটিতে জনাকীর্ণ হয়ে যায়। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পুরো ভবনের ভেতর থেকে বিভিন্ন জায়গায় দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। তার আগেই সেখানে অবস্থান নেয় পুলিশ। তারা ভবনের আশপাশের সব রাস্তায় মানুষের চলাচল বন্ধ করে দেয়। রাস্তায় থাকা গাড়ি সরিয়ে দেয়। গুলশান-১ নম্বর থেকে বাড্ডার দিকে যাওয়ার রাস্তার এক পাশ বন্ধ করে দেয়। এরপর ফায়ার সার্ভিসের ২১ তলা ভবনের ওপরে লাগা আগুন নির্বাপনে সক্ষম লেডার দিয়ে ভবনের ভেতরে পানি ছেটাতে থাকে। বাইর থেকে ভবনের ভেতরে পানি দেয়া হয়। আর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে সিঁড়ি দিয়ে তল্লাশি চালাতে ভবনের ওপরের দিকে ওঠতে থাকে। টানা এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর পুরো ভবনে আবারও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অভিযান চালায়। তবে কাউকে অসুস্থ অবস্থায় উদ্ধার করার প্রয়োজন হয়নি। ভবনের ভেতরে কেউ আটকাও ছিল না। দুপুর তিনটার দিকে ফায়ার সার্ভিসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ভবনে আর কোন অগ্নিকা-ের ঝুঁকি নেই বলে জানানো হয়। আনুষ্ঠানিকভাবে অগ্নিনির্বাপণ শেষ করে ফায়ার সার্ভিসের ঢাকার সহকারী পরিচালক মামুন মাহমুদ সাংবাদিকদের জানান, ১৯তলা ভবনটিতেই তল্লাশি চালানো হয়েছে। কোথাও কোন আগুনের ঝুঁকি নেই। কাউকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়নি। সবাই আগুন লাগার পর পরই নিরাপদে ভবন থেকে নেমে আসতে সক্ষম হয়েছেন। আগুনে কোন হতাহতের ঘটনাও ঘটেনি। মূলত ভবনটির নয়তলা থেকে ১৬ তলা পর্যন্ত আগুন লেগেছিল। এসি থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভবনের বাসিন্দারাও এসি থেকেই আগুন লেগে তা ওপরের দিকে দ্রুত চলে গেছে বলে জানিয়েছেন। আমাদের ধারণাও তাই। এসি থেকে লাগা আগুন দ্রুত শুধু ওপরের দিকে চলে যায়। এজন্য ভয়াবহ কোন ক্ষয়ক্ষতি হয়নি।
×