ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে বিদ্যুতস্পৃষ্টে কর্মচারীর মৃত্যু ॥ বিক্ষোভ, ভাংচুর

প্রকাশিত: ০৪:২০, ২৫ অক্টোবর ২০১৮

না’গঞ্জে বিদ্যুতস্পৃষ্টে কর্মচারীর মৃত্যু ॥ বিক্ষোভ, ভাংচুর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফেম এ্যাপারেলস লি. নামে একটি রফতানিমুখী পোশাক কারখানার কর্মচারী জাকিউল ইসলাম ওরফে জাকিরের (২৫) বিদ্যুতস্পৃষ্টে মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ, ইটপাটকেল নিক্ষেপ ও ব্যাপক ভাংচুর চালিয়েছে। শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা বিসিকে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার জানালার কাঁচ ভাংচুর চালায়। এতে অন্তত দশ শ্রমিক আহত হয়। পরে শিল্পাঞ্চল পুলিশ ও থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম। ঘটনাটি ঘটেছে কয়েক দফায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত। ফতুল্লায় অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় একটি রি-রোলিং মিলে কাজ করার সময় লোহার ধাতক খ- চুল্লিতে পড়লে চুল্লির তরল কু-লীর আগুনে দগ্ধ হয়ে বাবুল মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে গুরুত্বর দগ্ধ হয়েছেন আরও এক শ্রমিক। মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা এলাকার অবস্থিত চাকদা রি-রোলিং স্টিল মিলে এ ঘটনা ঘটে।
×