ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পরমাণু নিরস্ত্রীকরণের উল্টো পথে হাঁটছেন ট্রাম্প

প্রকাশিত: ০৬:৪৭, ২৩ অক্টোবর ২০১৮

পরমাণু নিরস্ত্রীকরণের উল্টো পথে হাঁটছেন ট্রাম্প

রাশিয়ার সঙ্গে তিন দশক আগের পরমাণু অস্ত্র চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার যে পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ। তিনি বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ চেষ্টার উল্টোপথে হাঁটছেন ট্রাম্প। -খবর বিবিসির ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র আর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্ররোধ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল-ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) নামের এ চুক্তিটির অধীনে শত শত কৌশলগত পরমাণু অস্ত্র ধ্বংস করা হয়। কিন্তু এখন ট্রাম্প অভিযোগ করছেন, যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললেও মস্কো বার বার এটি লঙ্ঘন করে চলেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ-রাশিয়া এমন কিছু নিষিদ্ধ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি ও মোতায়েন করেছে-যা দিয়ে তারা খুব স্বল্প সময়ের মধ্যে ন্যাটো জোটভুক্ত দেশের ওপর পারমাণবিক আক্রমণ চালানো যাবে-যার মধ্যে ইউরোপও পড়ে। কিন্তু রাশিয়া এই অভিযোগ অস্বীকার করছে এবং যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দাও জানিয়েছে। যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনাকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে এর পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে রাশিয়া। নেভাডায় এক প্রচার সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রাশিয়া পরমাণু চুক্তি লঙ্ঘন করবে আর আমরা তাতে সম্মতি দেব-সেটা হবে না। আমি জানি না কেন প্রেসিডেন্ট ওবামা এটি নিয়ে মধ্যস্থতা করেননি, কিংবা বেরিয়ে আসেন নি। তারা অনেক বছর ধরে এটি (চুক্তি) লঙ্ঘন করে আসছে। চুক্তির আওতায় ভূমি থেকে নিক্ষেপযোগ্য ৫০০ থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল। মস্কো ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এমন খবর পাওয়ার পর ২০১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ওবামা রাশিয়ার বিরুদ্ধে আইএনএফ চুক্তিটি লঙ্ঘনের অভিযোগ করেছিলেন।
×