ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে ট্রেন-নসিমন সংঘর্ষে নিহত ৪, অন্যত্র পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৬, ২০ অক্টোবর ২০১৮

রাজবাড়ীতে ট্রেন-নসিমন সংঘর্ষে নিহত ৪, অন্যত্র পাঁচজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেন-নছিমন সংঘর্ষে ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। এছাড়া দিনাজপুর, মাদারীপুর ও সাভারে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় আর পাঁচজন নিহত হয়েছে। বিভিন্ন স্থান থেকে আমাদের স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতারা এ খবর পাঠিয়েছেন। নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, শুক্রবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাপুর রেলক্রসিংয়ে ট্রেন ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে নসিমনের ড্রাইভার ইমরান সরদার (২২) এবং যাত্রী সরোয়ার সেখ (২০) ও শাকিব সেখ (২২) ও সজল মধা (২৬) এরা সবাই স্থানীয় রাজ্জাক জুট মিলের শ্রমিক। বালিয়াকান্দি থানার ওসি একে এম আজমল হুদা জানান, দুপুর ১২টা ১০ মিনিটে রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামী শার্টল ট্রেন বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে সোনাপুর রেলক্রসিংয়ে একটি যাত্রীবোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং ১১ জন আহত হয়। রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ফজলু মৃধা (২৬) মারা যায়। আহতদের সবাইকে চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতরা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে বাঘুটিয়া গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান শেখ, শহিদুল শেখের ছেলে সরোয়ার শেখ, শুকুর আলীর ছেলে সাকিল। ছাত্রী নিহত স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বোচাগঞ্জে সিমেন্টের পিলারবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বোচাগঞ্জ-বকুলতলা সড়কে ইশানিয়া ইউনিয়নের মুরারিপুর দোকচাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার শহীদপাড়া এলাকার অরুন মীরের মেয়ে ফারজানা আক্তার ইভা (১৫) ও দেবীগঞ্জ এলাকার আবু মোস্তফার মেয়ে নিপা (১৩)। ইভা সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও নিপা দেবীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। জানা গেছে, সকালে নিপার ভাই রকির মোটরসাইকেলে করে শহীদপাড়ায় যাচ্ছিল নিপা ও ইভা। রাস্তায় দোকচাই এলাকায় সিমেন্টের পিলারবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে যায় নিপা ও ইভা। পরে ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় রকি। তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। মাদারীপুরে দারোগাসহ নিহত ২ নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, ঢাকা-মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি ও বড়ব্রিজ এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক দারোগাসহ ২ জন নিহত এবং ২ আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ও বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় বরিশালগামী গোল্ডেন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ভ-১৪-৮৬৮২) সকাল ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল আরোহী কালকিনি থানার এএসআই কামরুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়। মারাত্মক আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। কালকিনি থানা পুলিশ জানায়, গত কয়েকমাস আগে রাজবাড়ী থেকে কামরুল ইসলাম কালকিনি থানায় এএসআই পদে যোগদান করেন। গভীর রাত পর্যন্ত পূজার ডিইটি করছিলেন। সকালে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার নওহাটায় যাচ্ছিলেন। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘনার শিকার হয়ে মারা যায়। নিহত কামরুল ইসলাম মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের লুৎফর রহমানের ছেলে। এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একই সড়কে রাজৈর উপজেলার মোল্লাকান্দি এলাকায় বাসের চাপায় রাজা মাতুব্বর (২০) নামে এক মোটরাসাইকেল চালক নিহত ও অপর ২ আরোহী গুরুতর আহত হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পূজা দেখার জন্য মাদারীপুর সদও থেকে রাজা ও তার চাচাত ভাই জিয়াউদ্দিনসহ তিনজন রাজৈর উপজেলার কদমবাড়ী যাওয়ার পথে মোল্লাকান্দি পৌঁছালে বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস মোটরসাইকেল চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেলের চালক রাজা মাতুব্বর মারা যায়। এ সময় মোটরসাইকেলে পেছনে থাকা জিয়া মাতুব্বর (২৭) ও মুরাদ মাতুব্বর (২৫) গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা মারাত্মক আহতাবস্থায় তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা হাসপাতালে নিয়ে। তাদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত রাজা মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া এলাকার আবুল হোসেন মাতুব্বরের ছেলে। নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছে। এ সময় আহত হয় অন্তত ৩ জন। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের মধুমতি মডেল টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে সাভার থানা রোডস্থ ‘প্রাইম হাসপাতাল’-এর একটি এ্যাম্বুলেন্স রোগী নিয়ে সাভারে আসছিল। এ্যাম্বুলেন্সটি মহাসড়কের মধুমতি মডেল টাউনের সামনে পৌঁছলে একটি চলন্ত ট্রাকের সংঘর্ষ হয়। এতে চালক মিজানুর মিয়া (৩০) ঘটনাস্থলেই নিহত ও ৩ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
×