ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হামলার শিকার হলে পরমাণু অস্ত্র ব্যবহার করব ॥ পুতিন

প্রকাশিত: ০৬:২৯, ২০ অক্টোবর ২০১৮

 হামলার শিকার হলে পরমাণু অস্ত্র ব্যবহার করব ॥ পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামলার শিকার হলেই কেবল পরমাণু অস্ত্র ব্যবহার করবে তার দেশ। তিনি আরও বলেন, আমরা তখনি কেবল পাল্টা হামলা চালানোর সময় পরমাণু অস্ত্র ব্যবহার করব যখন আমাদের আগাম সতর্কবার্তা দেয়ার ব্যবস্থা নিশ্চিত করবে যে রাশিয়ার দিকে ক্ষেপণাস্ত্র ছুটে আসছে। রাশিয়ার সোচিতে ইন্টারন্যাশনাল পলিসি ফোরামে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। খবর ইরনার। পুতিন আরও বলেছেন, সম্ভাব্য আগ্রাসী শক্তির জানা উচিত রুশ ভূখ-ে হামলা চালালে নিশ্চিতভাবে এর জবাব দেয়া হবে এবং আগ্রাসী শক্তি ধ্বংস হয়ে যাবে। রাশিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এ বিষয়ে নিশ্চিত হতে পারব এবং নিশ্চিত হওয়ার পরই পাল্টা হামলা চালাব। সুপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে তার দেশের সাফল্যের প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট। তিনি এ সম্পর্কে বলেন, অন্য দেশগুলো যেখানে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সুপারসনিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে সেখানে আমরা এরই মধ্যে তা সম্পন্ন করে ফেলেছি।
×