ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাঙ্গলবন্দে ১২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

প্রকাশিত: ০৭:৫৫, ১৪ অক্টোবর ২০১৮

লাঙ্গলবন্দে ১২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান লাঙ্গলবন্দে ১২০ কোটি টাকা ব্যয়ে ৭টি নতুন ঘাট নির্মাণসহ বেশ কিছু অবকাঠামো উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। লাঙ্গলবন্দ স্নান ঘাট এলাকাকে একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এই প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় শনিবার বিকেলে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দে বিষ্ণুপ্রিয়া ঘাট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। লাঙ্গলবন্দে পুণ্য স্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। অনুষ্ঠানে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য এ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, জেলা প্রশাসক রাব্বি মিঞা, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী ও এফবিসিসিআই’র পরিচালক প্রবীর কুমার সাহা। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপি নাথ দাস, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ সাহা, মেট্রো গ্রæপের স্বত্বাধিকারী অমল পোদ্দার, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি বাবু সরোজ কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগরের সভাপতি দিপক সাহা, সাধারণ সম্পাদক শিপন সরকার শিপন ও কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দরা। সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আজকে লাঙ্গলবন্দে উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে বন্দরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। মঞ্চের সামনে যারা বসে আছেন তাদের সিঁথিতে সিঁদুর দেয়া আর বাইরে যারা ভিড় করেছেন তারা সবাই হিজাব পরা। আজকের ক্ষেত্রটা দেখে মনে হচ্ছে হিন্দু-মুসলিম কোন পরিচয় নয়, আমরা সবাই বাঙালী।
×