ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি সাংবাদিক হত্যার প্রকৃত ঘটনা জানতে চান গুতেরেস

প্রকাশিত: ০৬:০২, ১৪ অক্টোবর ২০১৮

সৌদি সাংবাদিক হত্যার প্রকৃত ঘটনা জানতে চান গুতেরেস

সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশাগজিকে হত্যা করা নিয়ে একে একে প্রশ্ন তুলছেন বিশ্বনেতারা। এবার এ ঘটনার ‘আসল’ বিষয়টা জানতে চেয়েছেন বিশ্বের সর্বোচ্চ সংস্থা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিব বলেন, প্রায় নিয়মিতভাবে এমন নিখোঁজের ঘটনায় শঙ্কা তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে এমনটা ‘স্বাভাবিক’ ঘটনা হয়ে যাবে। -খবর বিবিসির আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি বৈঠকে যোগ দিতে বর্তমানে ইন্দোনেশিয়ার বালিতে অবস্থান করছেন গুতেরেস। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় জাতিসংঘের মহাসচিব বলেন, সত্য ঘটনা উদঘাটনে আমাদের জোর দাবি থাকবে। আমরা জানতে চাই আসলে কি ঘটেছে। কে এ ঘটনার পেছনে দায়ী। এ ঘটনায় আমি অবশ্যই উদ্বিগ্ন। আমি এর আসল সত্যটা জানতে চাই। এদিকে সৌদি সাংবাদিকের নিখোঁজ রহস্য যৌথভাবে তদন্তে একটি সৌদি প্রতিনিধি দল তুরস্ক পৌঁছেছে।
×