ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিপণি বিতানগুলোতে সাজ সাজ রব

প্রকাশিত: ০৬:২০, ১২ অক্টোবর ২০১৮

দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিপণি বিতানগুলোতে সাজ সাজ রব

অর্থনৈতিক রিপোর্টার ॥ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার ক্ষণগণনা। এরই মধ্যে লাল, সাদা আর বাসন্তী রঙে শারদীয়ার চিরন্তন রূপ তুলে ধরে সেজেছে রাজধানীর ছোট-বড় বিপণিবিতানগুলো। অনেকে আগেভাগেই সেরে নিচ্ছেন কেনাকাটা। পাশাপাশি শাঁখা, সিঁদুর, চন্দনসহ আনুষঙ্গিক দ্রব্যের খোঁজেও পুরান ঢাকার শাখারীবাজারে ছুটে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এই সময় দেবিকে বরণে পোশাকে লাল-সাদার সনাতনী সাজ তো থাকবেই। সঙ্গে থাকা চায় আধুনিকতার ছোঁয়াও। শারদোৎসবের চিরন্তন আবহ তুলে ধরে এভাবেই নান্দনিক সব ডিজাইনের পোশাকের সাজানো হয়েছে রাজধানীর ছোট-বড় বিপণিবিতান। এ ক্ষেত্রে এগিয়ে দেশি বুটিক হাউসগুলো। ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনাও বেড়েছে চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা জানান, পূজায় নারীদের পছন্দের শীর্ষে শাড়ি। তাছাড়া সনাতন ধর্মাবলম্বীদের বসবাস বেশি থাকায় পূজার কেনাকাটায় নারীদের বেশি আনাগোনা পুরান ঢাকার শাড়ির দোকানগুলোতে। পুরুষের জন্য ঐতিহ্যবাহী ধূতি-পাঞ্জাবিও কিনছেন অনেকে। পোশাকের পাশাপাশি পূজায় নারীদের অন্যতম অনুষঙ্গ শাঁখা ও সিঁদুর। এছাড়া আনুষঙ্গিক অন্যান্য জিনিসপত্র কিনতে অনেকেই ভিড় করছেন শাখারীবাজার ও এর আশপাশের দোকানগুলোতে।
×