ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইকাও এ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫১, ১১ অক্টোবর ২০১৮

আইকাও এ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ বহুল প্রতীক্ষিত আইকাও প্রেসিডেন্ট সার্টিফিকেট এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে বাংলাদেশকে। আইকাও এর সদর দফতর কানাডার মন্ট্রিলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ এ্যাওয়ার্ড গ্রহণ করেন- বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান। মঙ্গলবার আইকাও প্রেসিডেন্ট ড. বার্নাড আলিও ১৩তম এয়ার নেভিগেশন কনফারেন্সের উদ্বোধনী ভাষণ শেষে বাংলাদেশ এভিয়েশন সেফটি দলকে কাউন্সিল এ্যাওয়ার্ড তুলে দেন। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসানের নেতৃত্বে বাংলাদেশ দলে ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোঃ মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেফটি এ্যান্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী মোঃ জিয়াউল কবীর, এভিয়েশন বিশেষজ্ঞ ও এয়ার কানাডার এ্যাডভাইজার আশীষ রায় চৌধুরীসহ মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের পদস্থ কর্মকর্তাগণ। মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে বাংলাদেশ দল এ্যাওয়ার্ড গ্রহণ করেন। অতি সম্প্রতি বাংলাদেশ আইকাও কর্তৃক নির্ধারিত মান বাস্তবায়নের ক্ষেত্রে ৭৬ শতাংশ বাস্তবায়নে সফল হয়েছে-যেখানে সারা বিশ্বের বাস্তবায়নের গড় মান ৬০ শতাংশ। বাংলাদেশের জন্য এ গৌরবময় অর্জন এমন সময়ে ঘোষণা করা হলো যখন এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহুদেশ সারা বিশ্বের বাস্তবায়নের গড় মান ৬০ শতাংশের নিচে অবস্থান করছে। এটি এভিয়েশন সেক্টরে একটি ঐতিহাসিক অর্জন এবং দেশের জন্য শ্রেষ্ঠ সাফল্য।
×