ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায় জাপা ॥ রুহুল আমীন

প্রকাশিত: ০৬:৩৩, ১০ অক্টোবর ২০১৮

সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায় জাপা ॥ রুহুল আমীন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন চায় জাতীয় পার্টি। তিনি বলেন, সাধারণ মানুষের আস্থার শেষ ভরসা জাতীয় পার্টি। তাই আগামী নির্বাচনে জয়ী হয়ে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে একটি শান্তিময় নতুন বাংলাদেশ গড়ব আমরা। মঙ্গলবার কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত এক বিশেষ সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিগত সাতাশ বছরে দুটি দল গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। মানুষকে অধিকার বঞ্চিত করেছে, তাই আগামী নির্বাচন জাতীয় পার্টির জন্য সম্ভাবনাময়। তিনি আরও বলেন, আগামী ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ দেশের মানুষকে ইতিবাচক রাজনীতির বার্তা দেবে। উজ্জীবিত জাতীয় পার্টির নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে।
×