ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশিত: ০৬:০৩, ৮ অক্টোবর ২০১৮

 চট্টগ্রামে মন্ত্রণালয়ের  স্টিকারযুক্ত গাড়ি  থেকে অস্ত্র ও  ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় স্টিকারযুক্ত মাইক্রোবাসে পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র এবং ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। রবিবার বিকেলে নগরীর লালখান বাজার এলাকায় তল্লাশি চালিয়ে এ অস্ত্র ও মাদকগুলো উদ্ধার করে র‌্যাব। গ্রেফতার করা হয় দুইজনকে। র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, টেকনাফ থেকে ইয়াবা এবং অস্ত্র নিয়ে একটি মাইক্রোবাস চট্টগ্রাম শহরে এসেছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে লালখান বাজার এলাকায় স্থাপিত চেকপোস্টে মাইক্রোবাসটি আটকানো হয়। মাইক্রোবাসটিতে ছিল দুই মন্ত্রণালয়ের স্টিকার। কৌশলে মাদক ও অস্ত্র পাচারের লক্ষ্যে তারা গাড়িতে মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে। তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৮টি অস্ত্র এবং ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলো আলমীর হোসেন (৩০) এবং আল শাহরিয়ার (২৫)। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর এবং নোয়াখালীর চাটখিল থানার শিবরামপুর এলাকায়। এ কাজে যে স্টিকার গাড়িতে ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া। এ বিষয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। এদিকে, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে একটি কাভার্ড ভ্যানসহ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুইজনকে। রবিবার বিকেলে নগরীর কোতোয়ালি থানার মেরিনার্স রোড ফিশাারঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার দুজনের নাম সুমন দাশ (৩১) ও মোঃ মোরশেদ (২৩)। তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম ও ঢাকায় বিক্রি করে থাকে বলে স্বীকার করে। এদের জিজ্ঞাসাবাদে আরও দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। তারা হলো দেলোয়ার হোসেন ওরফে দেলু এবং মোঃ কালাম ওরফে কালাম ড্রাইভার। পুলিশ তাদেরও গ্রেফতারের জন্য খুঁজছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×