ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

উন্নয়ন মেলায় বক্তব্য

দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে বেকারদের কর্মসংস্থান হবে

প্রকাশিত: ০৫:২৮, ৮ অক্টোবর ২০১৮

 দিনাজপুরে অর্থনৈতিক  অঞ্চল বাস্তবায়িত  হলে বেকারদের  কর্মসংস্থান  হবে

জনকণ্ঠ ডেস্ক ॥ ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’- স্লোগানে সিক্ত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর আয়োজন চলছে দেশের বিভিন্ন জেলা শহরে। সরকারের উন্নয়ন কর্মকা- এবং পরিকল্পনার চিত্র জাতির সামনে তুলে ধরতে সারাদেশে এই মেলার আয়োজন করা হয়। রাজধানীর শেরে বাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্যমেলা মাঠে গত ৪ অক্টোবর শুরু হয়ে এই মেলা শেষ হয় ৬ অক্টোবর শনিবার। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, সংস্থা এবং সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী সংগঠন সমূহের মোট ৩৩০টি স্টল/প্যাভিলিয়ন অংশগ্রহণ করে। খবর স্টাফ রিপোর্টার ও প্রেস বিজ্ঞপ্তির। স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদরের সাড়ে ৯ বছরে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে বেকারদের কর্মসংস্থান হবে। এছাড়াও সদরের প্রতিটি বাড়িতে বিদ্যুত পৌঁছে দিয়ে নির্বাচনী ওয়াদা পালন করে তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়নসহ সকল রাস্তা-ঘাট পাকাকরণ ও সকল স্তরে উন্নয়ন সম্ভব হয়েছে। আওয়ামী লীগ সরকার বছরের প্রথম দিনেই স্কুল-মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দিয়ে তাদের লেখাপড়ার উন্নয়ন ঘটিয়েছে। শনিবার রাতে শহরের গোর এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ॥ মেলায় অংশগ্রহণকারী সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথম স্থান অধিকার করেছে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কাছ থেকে পুরস্কারের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন প্রাথমিক শিক্ষা অধিফতরের মহাপরিচালক ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি। বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস ॥ ৬ অক্টোবর স্বাস্থ্য খাতে দেশের প্রথম ও একমাত্র বেসরকারী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এ উদযাপিত হল দিনব্যাপী উন্নয়ন ও শিক্ষা মেলা। সরকারের চতুর্থ উন্নয়ন মেলা উদযাপনের অংশ হিসেবে আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ ফরিদুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডাঃ আব্দুন নূর তুষার। পাবলিক হেলথ অনুষদের ডীন অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মীরা উপস্থিত ছিলেন।
×