ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছড়াকার জগলুল হায়দারের জন্মদিন আজ

প্রকাশিত: ০৪:৫৩, ৮ অক্টোবর ২০১৮

 ছড়াকার জগলুল হায়দারের জন্মদিন আজ

সংস্কৃতি ডেস্ক ॥ সময়ের অন্যতম ছড়াকার জগলুল হায়দারের ৫৪তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের এই দিনে জামালপুরে জন্মগ্রহণ করেন তিনি। ‘নতুন স্লোগান’, ‘ছাগলশুমারি, ‘জার্নি’র মতো অসংখ্য পাঠকনন্দিত ছড়া লিখে তিনি পৌঁছে গেছেন পরিচিতি পেয়েছেন। দেশের জাতীয় দৈনিক ও অনলাইনগুলো সমৃদ্ধ হয় তার শিশুতোষ, সমসাময়িক, রম্য এবং সিরিয়াস ছড়ায়। এছাড়াও তিনি নিয়মিত লিখে চলেছেন কবিতা, গল্প, প্রবন্ধ এবং সমকালীন বিষয়ের কলাম বয়ান। জগলুল হায়দার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। লিখেছেন অসংখ্য গান। সম্প্রতি রোহিঙ্গা গণহত্যা নিয়ে তার কথা ও সুরে দ্রোহের গান ‘এ্যাগেইন স্টপ জেনোসাইড’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।
×