ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

অকালপক্ব জাম খেয়ে পাখির মাতলামি

প্রকাশিত: ০৫:৪৫, ৭ অক্টোবর ২০১৮

অকালপক্ব জাম খেয়ে পাখির মাতলামি

মদ বা কোন নেশাদ্রব্য খেয়ে মানুষ না হয় মাতলামি করল। তাই বলে পাখিরা মাতলামি করবে! হ্যাঁ, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের গিলবার্ট শহরজুড়ে আক্ষরিক অর্থেই মাতলামি করে উড়ে বেড়াচ্ছে শত শত পাখি। রবিন, সিডার ওয়াক্সউইংসসহ নানা প্রজাতির স্থানীয় পাখি রীতিমতো মাতাল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির জানালা, গাছসহ বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে বেড়াচ্ছে। তবে পুলিশ বলছে, চিন্তার কিছু নেই, পাখিগুলো কিছুটা মাতাল! চলতি সপ্তাহে গিলবার্টের পুলিশ প্রধান টি টেকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘মনে হচ্ছে, কিছু পাখি স্বাভাবিকের চেয়ে একটু মাতাল।’ কিন্তু ঘটনা কী? পাখিগুলো কি মদ খেয়ে এমন মাতলামি করছে? পাখিরা কী মদ খায়? উত্তরে জানা গেছে, না, মদ খেয়ে এমন মাতলামি করছে না পাখিগুলো। পুলিশ প্রধানের দাবি, যথাসময়ের আগে মৌসুমি তুষারপাত হওয়ায় এবারে গাছভর্তি জাম অকালে পেকেছে। সেই জাম খেয়েই পাখিদের ওই দশা। ‘এ বছর অনেক পাখিই দক্ষিণে অভিবাসন করেনি। ফলে এ পরিস্থিতি আরও বেশি করে চোখে পড়ছে। বয়স্ক পাখিরা পেরে উঠলেও, তুলনামূলক অল্পবয়সী পাখিরা অকালপক্ব জামের রাসায়নিক বিক্রিয়া সামলে উঠতে পারছে না। -সিএনএন অবলম্বনে।
×