ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

যানজট কমাতে রাতে অফিস করলেন সাঈদ খোকন

প্রকাশিত: ০৮:৩৯, ৫ অক্টোবর ২০১৮

 যানজট কমাতে রাতে অফিস করলেন সাঈদ খোকন

বিডিনিউজ ॥ ঢাকার সড়কে দিনে যানবাহনের চাপ কমাতে রাতে অফিস চালুর চিন্তা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নগর ভবনে উপস্থিত থাকছেন দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বৃহস্পতিবার রাতে বলেন, পরীক্ষামূলকভাবে এই পদক্ষেপ নিচ্ছেন। ঢাকার যানজট কমাতে ভ‍ূমিকা রাখার চিন্তা থেকেই এটা করতে চাচ্ছি। আজ শুরু করছি। দেখি এটা করতে গিয়ে কী কী চ্যালেঞ্জ আছে। যানজট বাংলাদেশের রাজধানী শহর ঢাকার অন্যতম বড় সমস্যা। এই যানজটে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ৩৭ হাজার কোটি টাকা দেখিয়েছে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট, যা জাতীয় বাজেটের ১১ ভাগের এক ভাগ। রাতে অফিস করলে সিটি কর্পোরেশনের অনেক কাজ তদারক করা সম্ভব বলে মনে করছেন মেয়র খোকন। ‘আমাদের অনেক কাজ রাতে হয়। বর্জ্য ব্যবস্থাপনা, প্রকৌশল বিভাগের বিভিন্ন উন্নয়ন কাজ রাতে হয়। এগুলো মনিটরিং সহজ হবে। পরিচ্ছন্নতা কর্মীরা আসছে কি না, রাতে সড়কে বাতিগুলো জ্বলছে কি না এসব দ্রুত দেখা যাবে। ঢাকার মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে খোকন বলেন, ‘যদি দেখি ভাল ফল পাওয়া যাচ্ছে, তাহলে আমরা কন্টিনিউ করব। এ বিষয়ে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের বিষয়টিও দেখতে হবে। আমাদের কয়েকটি বিভাগের কাজ রাতে করা যায় কি না তাও চিন্তা করে দেখব।’
×