ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া গেল ‘মাকসুদ ও ঢাকা’

প্রকাশিত: ০৬:৫৯, ৪ অক্টোবর ২০১৮

অস্ট্রেলিয়া গেল ‘মাকসুদ ও ঢাকা’

সংস্কৃতি ডেস্ক ॥ গান শোনাতে অস্ট্রেলিয়ায় গেছে দেশের অন্যতম ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’। সেখানে ভিন্ন তিনটি স্থানে তিনটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি। এ উদ্দেশে গতকাল ৩ অক্টোবর বুধবার ঢাকা ছেড়েছে মাকসুদ ও ঢাকা । কনসার্ট শেষে দেশে ফিরবে ২২ অক্টোবর। আগামীকাল ৫ অক্টোবর এ্যাডিলেডে ব্যান্ডটির প্রথম কনসার্ট। দ্বিতীয় ও তৃতীয় কনসার্ট যথাক্রমে ১৩ ও ২১ অক্টোবর, সিডনি ও মেলবোর্নে। বর্তমানে ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের সদস্যরা হলেন মাকসুদুল হক- প্রধান কণ্ঠশিল্পী এবং দলপ্রধান, ফজলুল হক মন্টু-ড্রামস, জন সার্টন মুন্সী-বেজ গিটার এবং কণ্ঠশিল্পী, একরামুল হক- গিটার এবং কণ্ঠশিল্পী, গোলাম রাব্বানী সোহাগ- কিবোর্ড ও কণ্ঠশিল্পী। দলপ্রধান মাকসুদ বলেন, অস্ট্রেলিয়ায় অনেক প্রবাসীরা আছেন। তারা একসময় আমাদের গান শুনেছেন। সেই গানগুলো করব। তাছাড়া বাউল গানের প্রতি সবারই একটা টান আছে। তাই বাউল গানও করব। অস্ট্রেলিয়ায় মাকসুদ ও ঢাকা ব্যান্ডের দ্বিতীয় সফর এটি। ২০১৩ সালে সিডনি ও ক্যানবেরায় হয় তাদের প্রথম কনসার্ট।
×