ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাড়াইল উপজেলা উপনির্বাচনে নৌকা প্রার্থী জয়ী

প্রকাশিত: ০৬:৪১, ৪ অক্টোবর ২০১৮

তাড়াইল উপজেলা উপনির্বাচনে নৌকা প্রার্থী জয়ী

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩ অক্টোবর ॥ তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আজিজুল হক ভূঞা মোতাহার (নৌকা) বিজয়ী হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ভোটের ফলাফলে তিনি মোট ৩৮ হাজার ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোঃ ছাইদুজ্জামান মোস্তফা (ধানের শীষ) পেয়েছেন মোট ১৩ হাজার ৩৩৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এ.কে.এস. জামান সম্রাট (আনারস) পেয়েছেন মোট ৮ হাজার ২১৮ ভোট। এর আগে দুপুর আড়াইটার দিকে নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিএনপির প্রার্থী মোঃ ছাইদুজ্জামান মোস্তফা উপজেলা বিএনপির কার্যালয়ে এবং বিকেল ৩টায় স্বতন্ত্র প্রার্থী এ.কে.এস. জামান সম্রাট তাড়াইল বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে পৃথকভাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন জানান, কোন প্রার্থীই তার কাছে আনুষ্ঠানিকভাবে কোন লিখিত অভিযোগ করেননি উল্লেখ করে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে তিনি দাবি করেন।
×