ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নবেম্বরে চীনে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোর্ট সম্মেলন

প্রকাশিত: ০৪:০৪, ১ অক্টোবর ২০১৮

  নবেম্বরে চীনে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ইমপোর্ট  এক্সপোর্ট সম্মেলন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে আগামী নবেম্বরে ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোর্ট (সিআইআইই) সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে চীন। এতে যোগ দিতে ইতোমধ্যে নিবন্ধন করেছে ১৩০টি দেশের প্রায় ৩ হাজার প্রতিষ্ঠান। পাইপ লাইনে রয়েছেন আরো ৮০ দেশের প্রতিনিধিরা। ওই সম্মেলন উপলক্ষে নতুন রূপে সেজেছে সাংহাইয়ের হোটেলগুলো। আর সেবা ও পণ্যের মান নিয়ন্ত্রণে মূল্য তালিকা নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। চীন ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোর্ট-সিআইআইই সম্মেলন হবে আগামী নবেম্বরে। ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে আয়োজক কর্তৃপক্ষ। আর এই আয়োজনকে ঘিরে সাংহাইয়ের জিনগান জেলার পুরনো একটি হোটেলকে দেয়া হয়েছে নতুন রূপ। যেখানে বসবে আন্তর্জাতিক এই মিলনমেলা। আর এজন্য নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও। সম্মেলন উপলক্ষে হোটেলে নিরাপত্তার জন্য কাজ করবে বিশেষ বাহিনী। তাদের আচরণগত প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া খাবার পরিবেশনেও কর্মীদের প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। গ্রাহকদের সন্তুষ্টির জন্য হোটেল পরিচালনায় সংযুক্ত করা হয়েছে হাইটেক প্রযুক্তি। সেবার জন্য থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট। হোটেল ব্যবসায়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চেয়ে বেশ পিছিয়ে থাকলেও এই খাতে প্রযুক্তি ব্যবহারে বেশ এগিয়েছে চীন। প্রযুক্তি ব্যবহারে ইউরোপ-আমেরিকার শহরগুলোর সঙ্গে বেইজিং বা সাংহাইয়ের কোন পার্থক্য নেই। সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে ১৩০টি দেশের প্রায় ৩ হাজার প্রতিষ্ঠান। এছাড়া প্যাভিলিয়নের জন্য যোগাযোগ করেছে আরও ৮০টির বেশি দেশের প্রতিনিধি। ইতোমধ্যে হোটেলের ২৫০টি রুম বরাদ্দ নিয়েছে সাংহাই প্রশাসন। এছাড়া ১৩০টি রুম বরাদ্দের আবেদন করেছে ফিলিপাইন এ্যাম্বাসি। সিআইআইই আয়োজন উপলক্ষে ওই এলাকার সব হোটেলের সেবা ও পণ্যমূল্য ঠিক করে দিয়েছে সাংহাই স্থানীয় প্রশাসন। এছাড়া জরুরী মুহূর্তে দ্রুত সেবা দিতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে কর্মীদের। বহিরাগত প্রবেশ এবং আক্রমণ ঠেকাতেও দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ।
×