ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিমেন্টের ব্যাগ দিয়ে বিয়ের গাউন

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০১৮

সিমেন্টের ব্যাগ দিয়ে বিয়ের গাউন

বিয়ের মতো জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনটি ঘিরে বর্ণিল আয়োজনে অতিথিদের চোখ ধাঁধাতে ব্যতিক্রম আয়োজনের চেষ্টা সবাই করে। তবে পরিত্যক্ত সিমেন্টের ব্যাগ দিয়ে বিয়ের গাউন তৈরির খবর এর আগে কখনও শোনা যায়নি। সম্প্রতি চীনের প্রত্যন্ত একটি গ্রামের তান লিলি নামে এক নারী সিমেন্টের ব্যাগ দিয়ে বিয়ের পোশাক তৈরি করে আলোচিত হয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ইউনিক পোশাকের সেই ছবি। বাড়ি তৈরির পর ২৮ বছর বয়সী লিলির ঘরে ৪০টি সিমেন্টের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বৃষ্টিস্নাত এক বিকেলে হঠাৎ খেয়ালের বশে তিনি ওই সিমেন্টের ব্যাগ দিয়ে গাউন আকৃতির একটি বিয়ের পোশাক তৈরি করে ফেলেন। পরে এ পোশাক পরেই বসেন বিয়ের পিঁড়িতে। -ডেইলি মেইল অবলম্বনে।
×