ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দূত হিসেবে রাশিয়ায় নিয়োগ পেয়েছিলেন জুলিয়ান এ্যাসাঞ্জ!

প্রকাশিত: ০৫:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৮

দূত হিসেবে রাশিয়ায় নিয়োগ পেয়েছিলেন জুলিয়ান এ্যাসাঞ্জ!

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জকে রাশিয়ায় কূটনীতিক পদে নিয়োগ দিয়েছিল ইকুয়েডর। ব্রিটেন তাকে কূটনীতিক দায় মুক্তি না দেয়ায় লাতিন আমেরিকার দেশটিকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়। ইকুয়েডর সরকারের নথি মারফত আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যম চাঞ্চল্যকর এ তথ্যটি প্রকাশ করে। এ্যাসাঞ্জ সঙ্কট সমাধানের জন্য ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো রাশিয়াকে জড়িত করেছিলেন। ২০১৭ সালের ১৯ ডিসেম্বর ইকুয়েডর দেশটির রুশ দূতাবাসে এ্যাসাঞ্জকে কাউন্সিলর হিসেবে পদায়নের জন্য একটি বিশেষ অনুমোদন দেয়। তবে, ডিসেম্বরের ২১ তারিখে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, ব্রিটেন এ্যাসাঞ্জকে কূটনীতিক হিসেবে স্বীকার করবে না এবং ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোন রকম দায়মুক্তি পাবে না। ব্রিটিশ সরকারের গ্রেফতারি পরোয়ানার মুখে এ্যাসাঞ্জ গত ৬ বছর যাবত দেশটির ইকুয়েডর দূতাবাসের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এদিকে বৃহস্পতিবার ইকুয়েডর ঘোষণা করে যে, উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জকে ইকুয়েডরের নাগরিকত্ব দেয়া হয়েছে। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফের্নান্দা এস্পিনোজা সাংবাদিকদের বলেন, সুরক্ষিত ব্যক্তিকে নাগরিকত্ব দেয়ার ও এই পন্থায় আমন্ত্রণকারী দেশে তার অন্তর্ভুক্তির ব্যবস্থা করার অধিকার ইকুয়েডর সরকারের আছে। -গার্ডিয়ান
×