ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশের সবখানে মোবাইল ফোন পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে ॥ প্রযুক্তি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৭:০৮, ২৫ সেপ্টেম্বর ২০১৮

দেশের সবখানে মোবাইল ফোন পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে ॥ প্রযুক্তি প্রতিমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সহজলভ্য হ্যান্ডসেট ও দ্রুত ইন্টারনেট প্রবেশের কারণে আজ বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহক ১৫ কোটির মাইল ফলকে। দেশের সবখানে মোবাইল ফোন পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এজন্য সুলভ মূল্যের মোবাইল ফোন আরও সহজলভ্য হওয়া দরকার। নিজেদের দেশেই এখন মোবাইল ফোনের প্লান্ট তৈরি হওয়ায় সবার হাতে সুলভ মূল্যের মোবাইল ফোন তুলে দেয়ার লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে। সোমবার রাজধানীর একটি হোটেলে মোবাইল ফোন ব্র্যান্ড মটোরোলা ও মোবাইল ফোন অপারেটর রবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মটোরোলার তিনটি ফোরজি স্মার্টফোন উন্মোচন করা হয়। এগুলো হলো : মটো ই ফোর প্লাস, মটো ই ফাইভ ও মটো ই ফাইভ প্লাস। ৫০০০ মিলিএ্যাম্পিয়ার ব্যাটারি সক্ষমতা, ফ্রন্ট ফ্ল্যাশের স্মার্টফোনগুলোর দাম যথাক্রমে ১১ হাজার ৯৯০, ১৪ হাজার ৯৯০ ও ১৯ হাজার ৯৯০ টাকা। এই তিনটি ফোরজি ফোনই প্যাকেজের মধ্যে পাওয়া যাবে রবি শপে। অনুষ্ঠানে জানানো হয়, রবির সহায়তায় মটোরোলার পরিবেশক হিসেবে ব্র্যান্ডটিকে বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড। অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম বক্তব্য রাখেন।
×