ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ফ্লাইট থেকে ইয়াবাসেবী কেবিন ক্রু অফলোড

প্রকাশিত: ০৫:৪০, ২৫ সেপ্টেম্বর ২০১৮

প্রধানমন্ত্রীর ফ্লাইট থেকে ইয়াবাসেবী কেবিন ক্রু অফলোড

স্টাফ রিপোর্টার ॥ এবার প্রধানমন্ত্রীর ফ্লাইট থেকে ইয়াবা সেবনকারী বিমানের এক কেবিন ক্রুকে অফলোড করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন ফ্লাইটের আগমুহূর্তে ডোপ টেস্ট করার সময় তিনি ধরা পড়েন। তিনি কেবিন ক্রু মাসুদা মুফতি। মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় তাকে রবিবার গ্রাউন্ডেড করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ বলেছেন, প্রাথমিকভাবে তাকে গ্রাউন্ডেড করা হয়েছে। পরে অধিক তদন্তের পর আরও ব্যবস্থা নেয়া হবে। তবে তিনি ইয়াবা সেবন নাকি অন্য কিছু মাদক নিয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, প্রধানমন্ত্রীর ফ্লাইটের দিন শুক্রবার ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ মেলার পরও পরদিন সিঙ্গাপুর রুটে দায়িত্বপালন করেন মাসুদা মুফতি। কিন্তু বিমানের নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে প্রমাণ মিললে কোন ব্যক্তিকে পরবর্তী ৯০ দিন কোন ডিউটি না দেয়ার বিধান রয়েছে। বিমানের এক পরিচালক জানান, প্রতিটি ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের আগেই পাইলট ও ক্রুরা মাদক গ্রহণ করেছেন কি না, বিষয়টি নিশ্চিত করতে ডোপ টেস্ট করা হয়। ঘটনার সময় কেবিন ক্রু মাসুদা মুফতি মাদক সেবন অবস্থায় থাকার পরও বিষয়টি গোপন করে প্রধানমন্ত্রীর ফ্লাইটে আসেন। পরে ডোপ টেস্টে তার মাদক সেবনের প্রমাণ পাওয়া। একটি সূত্র জানায় তিনি নিয়মিত ইয়াবা সেবনকারী। তবে শুক্রবার তিনি ইয়াবার পরিবর্তে অন্য মাদক নিয়েছিলেন বলে স্বীকার করেন বলে জাানিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। বিমান জানিয়েছে, প্রতিটি ফ্লাইটের আগেই ডোপ টেস্ট করা বাধ্যতামূলক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সতর্কতার সঙ্গে ডোপ টেস্ট করে। প্রধানমন্ত্রীর ফ্লাইটের দিনও নিয়ম মেনেই ডোপ টেস্ট করা হয়। ডোপ টেস্টে মাসুদা মুফতির মাদক সেবনের বিষয়টি ধরা পড়ে। উল্লেখ্য, জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×