ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ড. কামাল ঐক্যের নামে ডুবন্ত বিএনপিকে ওঠাতে চাচ্ছেন ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮

ড. কামাল ঐক্যের নামে ডুবন্ত বিএনপিকে ওঠাতে চাচ্ছেন ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ জনবিচ্ছিন্ন নেতাদের ভাড়া করে বিএনপি এখন খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করার জন্য মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিএনপি নিজেরা এমন নেতৃত্ব সৃষ্টি করেছে যে, অন্য নেতৃত্ব ভাড়া করতে হচ্ছে। বিএনপিকে এখন জনবিচ্ছিন্ন নেতাদের ভাড়া করতে হচ্ছে এটা বড়ই দুর্ভাগ্য। এমনকি তারা এখন খালেদা জিয়াকে মাইনাস করার জন্য মাঠে নেমেছে। অন্য নেতাদের ভাড়া করে এনে তারা নিজেদের দুই নেতাকে মাইনাস করতে মাঠে নেমেছে। ধানম-ির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের শরিক দলের নেতারাও ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে বিএনপি-জামায়াতের ঐক্যের কঠোর সমালোচনা করে এ ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ডুবন্ত বিএনপিকে তুলে ধরতে এবং অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির চক্রান্ত নিয়েই এই জোট গঠন হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ এবং আগামী অক্টোবর মাসের মধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশ করবে ১৪ দল। এছাড়া বৈঠকে শরিক দলের নেতারা আগামী নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগির বিষয়টি উত্থাপন করলে মোহাম্মদ নাসিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে এ ব্যাপারে আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হবে। পরে সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, এক শ্রেণীর বর্ণচোরা দলছুট ও হতাশাগ্রস্ত রাজনৈতিক নেতারা ঐক্যের ডাক দিয়েছেন। তাঁরা ঐক্যের নামে ডুবন্ত বিএনপিকে উঠাতে চাচ্ছেন। তবে মরদেহ নিয়ে মাঠে নামার চেষ্টা করবেন না। ঐক্যের নামে ভিন্ন কোন ফন্দি করলে কোন ছাড় দেয়া হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন চক্রান্ত হলে অশুভ শক্তির বিরুদ্ধে দেশের প্রতিটি ইঞ্চি জমিতে প্রতিরোধ গড়ে তুলবে ১৪ দল। যুক্তফ্রন্টের জোটকে ‘কাগুজে বাঘের’ সঙ্গে তুলনা করে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপিকে এখন অন্য নেতৃত্ব ভাড়া করতে হচ্ছে। গণতন্ত্র নস্যাৎ করতে শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে চক্রান্ত শুরু করেছে ওয়ান-ইলেভেনের কুশীলবরা। গত ২২ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে একটি নাটক অনুষ্ঠিত হয়েছে। বিচিত্র এ দেশ! যারা স্বাধীনতাবিরোধী শক্তিকে লালন করেছে, লালন করে যাচ্ছে এবং যারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের সহায়তাকারী সমর্থনকারী; সেই বর্ণচোরা ওয়ান-ইলেভেনের কুশীলবরা সবাই একই মঞ্চে বসে নাটক করলেন। এ নাটক অনুষ্ঠিত হয়েছে সন্ত্রাস, দুর্নীতি ও খুনের হাওয়া ভবন নতুন করে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারা একই মঞ্চে বসে গণতন্ত্রের নামে নতুন করে একটি ঘোষণা দিয়েছে। এ গণতন্ত্রের কথা বলেই ওয়ান-ইলেভেন সৃষ্টি করা হয়েছিল। ওয়ান-ইলেভেনের কুশীলবরা এ মঞ্চে উপস্থিত ছিলেন। তাদের মানুষ চেনে এবং জানে। তারা এক-এগারো সৃষ্টি করে মূলত শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল। কিন্তু তারা দেশের জনগণের কাছে পরাস্ত হয়েছিল। এবার নতুন নতুন ইস্যু তৈরি করে তারা নির্বাচনকে শুধু বিলম্বিতই করতে চায় না, নির্বাচনকে ধ্বংস ও নস্যাৎ করতে চায়। কিন্তু আমরা বলতে চাই, যে কোন মূল্যে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। এর কোন ব্যত্যয় হবে না। ১৪ দলের মুখপাত্র আরও বলেন, এক-এগারো সরকারের আগেও এ রকম নাগরিক সমাবেশ ও বুদ্ধিজীবী সমাবেশের নামে এ ধরনের নাটক করা হয়েছিল। ওই সময় একজন বিখ্যাত ব্যক্তির ইঙ্গিতে এসব করা হয়েছিল। আবারও সেই চক্রান্তের অশুভ ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, যে কেউ নির্বাচন করতে চাইলে কোন সমস্যা নেই। জোট, মহাজোট করে নির্বাচন করেন কোন অসুবিধা নাই। কিন্তু নির্বাচন নিয়ে নতুন করে কোন চক্রান্ত ও ফন্দি করবেন না। এটা আমরা সহ্য করব না। তিনি বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের কর্মী সভাবেশ অনুষ্ঠিত হবে। দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে এ সমাবেশ থেকে কর্মসূচী ঘোষণা করা হবে। এছাড়া আগামী অক্টোবর মাসের মধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশ করার ঘোষণা দেন মোহাম্মদ নাসিম। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে কোন মূল্যে দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার কারোই কোন সুযোগ নেই। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর কোন বিকল্প চিন্তা আমাদের নেই। জাতীয় ঐক্যের ডাকে আওয়ামী লীগ হতাশ কিনা এমন এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, হতাশ আর দলছুটরা মাঠে আছে এতে হতাশ হওয়ার কী আছে? কারণ এর আগে তারাই এ ধরনের জোটের কথা বলে ওয়ান-ইলেভেন সৃষ্টি করেছিল। আজও তারা সেই ধরনের কোন পরিকল্পনা হয়ত করছে। তবে যে ধরনের পরিকল্পনাই তারা করুক আমরা মাঠ ছাড়ছি না। মাঠে আছি, অতীতের মতো মাঠে থাকবো, সব ষড়যন্ত্র রুখে দেব। তাদের আরও করুণ পরিণতি হবে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ‘এ্যা ব্রোকেন ড্রিম’ বই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, উনি নিজেই সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে চলে গেছেন। ওনার হার্টটাই এখন ব্রোকেন হয়ে গেছে। তাই তিনি এ বইটা লিখেছেন। কারও প্ররোচনায় তিনি যে জুডিসিয়াল ক্যু করতে চেয়েছিলেন, তা সবাই জানেন। ১৪ দলের মধ্যে আসন বণ্টন-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ বলতে পারবেন না। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর আল মাইজভান্ডারি, জাসদের (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, রুহুল আমিন এমপি, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, কমিউনিস্ট কেন্দ্রের ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, ডাঃ অসিত বরণ রায়, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, গণআজাদী লীগের এসকে শিকদার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।
×