ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্য, ডেনমার্ক ও হল্যান্ডের রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ ইরানের

‘প্যারেডে হামলায় উপসাগরীয় দেশগুলো দায়ী’

প্রকাশিত: ০৪:২৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮

  ‘প্যারেডে হামলায়  উপসাগরীয়  দেশগুলো দায়ী’

ইরানের সামরিক কুচকাওয়াজে হামলা চালিয়ে ২৫ জনকে হত্যার ঘটনায় ‘যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট’ পারস্য উপসাগরীয় দেশগুলোকে দায়ী করেছেন ইরানী নেতারা। এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে সন্ত্রাসী হামলার জের ধরে তেহরানে নিযুক্ত হল্যান্ড ও ডেনমার্কে রাষ্ট্রদূত এবং ব্রিটিশ চার্জ দ্য এ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। খবর এএফপির। বন্দুক হামলার ঘটনায় নিহতদের মধ্যে একটি শিশুসহ ইরানের অভিজাত বিপ্লবী রক্ষী বাহিনীর ১২ সদস্য রয়েছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পুতুলগুলো’ ইরানে ‘নিরাপত্তাহীনতা তৈরির’ চেষ্টা করছে। বিপ্লবী রক্ষী বাহিনী খামেনির কমান্ডের অধীন। হামলায় নিহতদের প্রায় অর্ধেকই এই বাহিনীটির সদস্য। হামলার পেছনে আঞ্চলিক যে দেশগুলো আছে বলে তিনি বিশ্বাস করেন তাদের নাম নেননি তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানিয়েছে, ইরাক যুদ্ধের (১৯৮০-৮৮) বর্ষপূর্তি উপলক্ষে খুজেস্তান প্রদেশের আহভাজ শহরে ওই কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। হামলাকারীরা বেসামরিক লোকদের লক্ষ্য করে গুলি ছুড়ে ও মঞ্চে থাকা সামরিক কর্মকর্তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। গুলিতে নিহত বেসামরিক লোকদের মধ্যে কুচকাওয়াজ দেখতে আসা শিশু ও নারী রয়েছেন। ইরানী সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে চারবছর বয়সী একটি মেয়েশিশু ও হুইলচেয়ারে থাকা প্রবীণ সামরিক ব্যক্তি রয়েছেন।
×