ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুষ্ঠান মঞ্চে মাতাল পাকি হাইকমিশনার, দেশে ফেরার নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০১৮

অনুষ্ঠান মঞ্চে মাতাল পাকি হাইকমিশনার, দেশে ফেরার নির্দেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ লন্ডনে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে সে দেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার শাহেবজাদা আহমেদ খানের বিরুদ্ধে অস্বাভাবিক আচরণের অভিযোগ উঠেছে। বক্তৃতার সময় তিনি মাতাল ছিলেন বলে অনুষ্ঠানে উপস্থিত অনেকে জানিয়েছেন। এরপরই তাকে পাকিস্তানে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে। খবর ওয়েবসাইটের। ৯ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল পাকিস্তান প্রেস্টিজ এ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ‘মত্ত’ অবস্থায় ভাষণ দেন আহমেদ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিবর্গ। টুইটারে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, আহমেদ খানের বক্তৃতা দেয়ার সময় অনেকে উচ্চৈঃস্বরে হাসছিলেন এবং কেউ কেউ অবাক চোখে তাকিয়ে ছিলেন। এ সময় কয়েকজনকে হতাশ হতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত অন্য সেলিব্রেটিদের মঞ্চে ডাকতেও তাকে দেখা যায়। অনেকের মনে হয়েছে তিনি মত্ত ছিলেন। এই ভিডিও সামনে আসার পরই নড়েচড়ে বসে ইমরান খানের প্রশাসন। এরই মধ্যে তাকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া তার বদলি হিসেবে অন্য কাউকে লন্ডনে নিযুক্ত করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি টুইট বার্তায় বলেন, শাহেবজাদা আহমেদ খানকে ইংল্যান্ড থেকে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে। তাকে কারণ দর্শানোর নির্দেশও প্রদান করা হয়েছে।
×