ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ওয়াসার থানাভিত্তিক জরিপ শুরু

প্রকাশিত: ০৫:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 চট্টগ্রামে ওয়াসার  থানাভিত্তিক  জরিপ শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীতে সরবরাহ করা পানির গুণগত মান নিশ্চিত করতে শুরু হয়েছে থানাভিত্তিক জরিপ কার্যক্রম। রবিবার সকালে নগরীর জামালখান এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ এবং সংস্থাটির উচ্চ পদস্থ কর্মকর্তারা। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম নগরীতে শতভাগ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ওয়াসা একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। নগরবাসীর পানি সমস্যা নিরসনে সরকারের পক্ষ থেকে প্রকল্প অনুমোদন দেয়া হচ্ছে। এর ফলে বর্তমানে নগরীর ৭০ ভাগ মানুষ এখন সুপেয় পানি পাচ্ছে। বাকি এলাকাতে পানি সরবরাহ নিশ্চিতে ওয়াসা কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ওয়াসার ৯ কোটি লিটার পানি সরবরাহ প্রকল্পটিও বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরোনো সংযোগ লাইনের সংস্কার কাজ চলমান থাকার কারণে সময়ে সময়ে নগরীর রাস্তাঘাট কর্তন করতে হচ্ছে সংস্থাটিকে। এতে করে যানজট সমস্যাসহ নানামুখী জনদুর্ভোগ, হয়রানির সৃষ্টি হচ্ছে। ওয়াসার উন্নয়ন কার্যক্রমের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে নানামুখী আলোচনা সমালোচনা রয়েছে। তবে নগরবাসীকে উন্নয়নের জন্য কিছুটা ভোগান্তি সহ্য করতে হবে। তিনি চলমান উন্নয়ন কাজ বাস্তবায়নে সৃষ্ট দুর্ভোগ মেনে নেয়ার আহ্বান জানান। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ বলেন, নগরবাসীর পানির ব্যবহার বিষয়ক সঠিক তথ্য সংগ্রহের জন্য ওয়াসার নিজস্ব কর্মী দ্বারা এ জরিপ কাজ পরিচালিত হচ্ছে।
×