ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে আবদুল আলীম ও শাহ আবদুল করিম স্মরণে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান

প্রকাশিত: ০৪:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০১৮

  কিশোরগঞ্জে আবদুল আলীম ও শাহ আবদুল  করিম স্মরণে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আবদুল আলীম ও বাউল সম্রাট শাহ আবদুল করিম স্মরণে শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের আয়োজনে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। বিশেষ অতিথি ছিলেন সদরের ইউএনও আব্দুল্লাহ আল মাসউদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ দীন মোহাম্মদ, কিশোরগঞ্জ ছড়াকার সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম জাহান ও সংস্কৃতিজন সৈয়দ রেজওয়ান উল্লাহ বাসার। বক্তারা শিকড় সন্ধানী আবদুল আলীম ও শাহ আবদুল করিমের গানগুলোকে নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে এরকম আয়োজন আরো বেশি বেশি করার আহ্বান জানান। শেষে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে জেলার নবীন-প্রবীণ ২৩ জন শিল্পী আবদুল আলীম ও শাহ আবদুল করিমের গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ শামীম রেজা এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন শিল্পী কায়েস আকন্দ।
×