ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মুখোশধারীদের ফাঁদে জনগণ পা দেবে না ॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০৬:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০১৮

মুখোশধারীদের ফাঁদে জনগণ পা দেবে না ॥ কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৫ সেপ্টেম্বর ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি-জামায়াত সরকার বাংলাদেশে অনিয়মকেই নিয়মে পরিণত করেছিল। যুবরাজ হিসেবেখ্যাত তারেক রহমান ছিল অনিয়মকারীদের পৃষ্ঠপোষক। সে এখনও লন্ডনে বসে ‘ক্যাসিনো’ বা মদ জুয়ার ব্যবসা পরিচালনা করছে। তিনি জামায়াতে ইসলামীকে মোনাফেক ব্যক্তিত্বের একটি রাজনৈতিক দল উল্লেখ করে বলেন, তারা নারী নেতৃত্বকে হারাম মনে করলেও জর্জেট শাড়ি পরিহিত খালেদা জিয়ার পাশে বসতে আরাম পান। আর তারাই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, জনগণ আর মুখোশধারীদের ফাঁদে পা দেবে না। তিনি শনিবার সকালে নকলা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মসজিদ, মন্দির, গীর্জা ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক, বয়স্কভাতার বই, ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। এ দিন তিনি নকলা উপজেলার ৩২৫ প্রতিষ্ঠান-ব্যক্তির মাঝে সরকারী অনুদানের ৩০ লাখ ১২ হাজার টাকা ও ১শ ৪ বান্ডেল ঢেউটিন এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুব, মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মোহাম্মদ শাহজালাল, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, পৌর মেয়র হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী একইভাবে নালিতাবাড়ী উপজেলায় সরকারী অনুদানের চেক ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
×