ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে লেজার নিয়ন্ত্রিত বোমা বিক্রি করবে স্পেন

প্রকাশিত: ০৬:০২, ১৫ সেপ্টেম্বর ২০১৮

সৌদি আরবে লেজার নিয়ন্ত্রিত বোমা বিক্রি করবে স্পেন

সৌদি আরবে ৪শ’ লেজার-নিয়ন্ত্রিত বোমা বিক্রয় চুক্তি স্থগিত ঘোষণার পর শেষ পর্যন্ত আবার তা বিক্রির পথেই হাঁটছে স্পেন। ইয়েমেনের স্কুলবাসে সৌদি জোটের বিমান হামলায় বহু শিশু নিহত হওয়ার জেরে ক’দিন আগেই রিয়াদকে বোমা দেয়া হবে না বলে জানিয়েছিল স্পেন। বৃহস্পতিবার সে কথা উল্টে দিয়ে ফের বোমা বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসেপ বরেল। খবর ওয়েবসাইট। এ প্রসঙ্গে অন্ডা সেরো রেডিওকে তিনি বলেন, ‘আগের সরকার আমলে স্বাক্ষরিত ২০১৫ সালের একটি চুক্তির সম্মানার্থেই এই বোমাগুলো সরবরাহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকার পরও স্পেন তাদের বোমা দেবে বলে জানাল। জাতিসংঘের হিসাবমতে, ইয়েমেন যুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ১০ হাজারের বেশি মানুষ এবং দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে আছে ৮৪ লাখ মানুষ। তাদের এ দুর্ভোগের জন্য এ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো সৌদি আরবের কাছে পশ্চিমা দেশগুলোর অস্ত্র বিক্রির নিন্দা-সমালোচনা করে আসছে। গত মাসে ইয়েমেনের একটি স্কুল বাসে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় ৪০ জনেরও বেশি শিশু নিহত হলে বিশ্বজুড়ে এর সমালোচনা হয়েছে। তবে সৌদি আরবকে বোমা দেয়ার ব্যাপারে স্পেনের মন্ত্রী বরেল বলছেন, ‘সরকারের কয়েকটি মন্ত্রণালয় বেশ কয়েক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে কাজ করেছে এবং অস্ত্র বিক্রি অনুমোদন কমিশন তিনবার চুক্তি পর্যালোচনা করেছে। কিন্তু চুক্তিটি বাস্তবায়ন না করার কোন কারণ আমরা পাইনি।’ ইয়েমেনে বেসামরিক নাগরিকদের ওপর এসব অস্ত্র ব্যবহার হবে না এমন কোন নিশ্চয়তা স্পেন পেয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে বরেল বলেন, ‘লেজার নিয়ন্ত্রিত বোমাগুলো তাদের লক্ষ্যবস্তুর এক মিটারের মধ্যে একেবারেই সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম।’ তিনি বলেন, ‘এ ধরনের অস্ত্র এলোপাতাড়িভাবে ছোড়া কম আধুনিক অস্ত্রের মতো নয়, যে তাতে নিন্দা করার মতো ব্যাপক কোন প্রাণহানি ঘটতে পারে।’
×