ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

স্ক্রিপাল হত্যাচেষ্টা

অভিযোগ অস্বীকার দুই রুশ নাগরিকের

প্রকাশিত: ০৬:০০, ১৫ সেপ্টেম্বর ২০১৮

  অভিযোগ অস্বীকার দুই রুশ  নাগরিকের

যুক্তরাজ্যের সলসবেরিতে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউনিয়াকে বিষাক্ত রাসায়নিক দিয়ে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে নাম উঠে আসা দুই রুশ নাগরিক নিজেদের পর্যটক বলে দাবি করেছেন। এ্যালেক্সান্দার পেত্রোভ ও রুসলান বশিরভ নামের ওই দুই রুশ নাগরিক রাশিয়ার আরটি টিভি চ্যানেলে বলেছেন, তারা পরপর দুইদিন সলসবেরিতে গেছেন। কারণ, খারাপ আবহাওয়ার কারণে প্রথমদিন তাদের ভ্রমণ সংক্ষিপ্ত করতে হয়েছিল। খবর বিবিসি। গত মার্চে স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যার চেষ্টার জন্য যুক্তরাজ্য এ দুই রুশকে অভিযুক্ত করেছে এবং তারা রাশিয়ার সামরিক গোয়েন্দা সার্ভিস জিআরইউয়ের চর বলে জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্র পরিচালিত আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমে তারা বলেছেন, শহর কর্দমাক্ত ছিল। আমরা ভিজে গিয়েছিলাম। কাছাকাছি রেলস্টেশনে একটি ট্রেন ধরে আমরা ফিরে গিয়েছিলাম লন্ডনে। দুই রুশ ক্যাথেড্রাল দেখতে সলসবেরিতে গিয়েছিলেন বলে জানান। কিন্তু যুক্তরাজ্য তাদের এ বক্তব্য মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। গত ৪ মার্চ ইংল্যান্ডের সলসবেরিতে নার্ভ এজেন্ট হামলার শিকার সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে একটি পার্ক থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়।
×