ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই ॥ মওদুদ

প্রকাশিত: ০৫:১৯, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সংবিধানের দোহাই দেয়া হচ্ছে, আবার নির্বাচনকালীন সরকারের কথাও বলা হচ্ছে। সংবিধানের কোথাও নির্বাচনকালীন সরকারের বিধান নেই। নির্বাচনকালীন সরকারের কথা বলে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ইউথ ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, বর্তমান সরকার মনে করছে, তারাই ক্ষমতায় থাকবে। কিন্তু রাজনীতিতে কেউ ভবিষ্যতবাণী করতে পারে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে এমন কর্মসূচী দেব তাতে সরকারের পতন হয়ে যাবে। তিনি বলেন, যেকোন স্বৈরাচার সরকারের পতন ঘটানো অনেক কঠিন কাজ। এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলে সরকার সমঝোতা করতে বাধ্য হবে। তা না করলে রাজপথেই মোকাবেলা করা হবে। মওদুদ বলেন, দেশে এখন নির্বাচনের কোন পরিবেশ নেই। একজন পর্বতের চূড়ায়, আরেকজনকে মাটির নিচে চাপা দিয়ে রেখে লেবেল প্লেয়িং ফিল্ড কীভাবে হবে? একদল একতরফা প্রচার চালাচ্ছে, সমাবেশ করতে অনুমতি নিতে হচ্ছে না, স্টেশনেও সমাবেশ করছে। আর আরেক দলকে মামলার পর মামলা দেয়া হচ্ছে, দলটির চেয়ারপার্সনকে জেলে ভরে রাখা হয়েছে। নির্বাচনে ইভিএম যন্ত্র ব্যবহারের বিরোধিতা করে তিনি বলেন, কিছু টাকা লুটপাটের জন্য এই প্রকল্প হাতে নিয়েছে নির্বাচন কমিশন। জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে আলোচনার জন্য বিএনপিকে নিউইয়র্কে আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে মওদুদ বলেন, এ জন্য ক্ষমতাসীনরা শঙ্কিত, বিব্রত এবং ঈর্ষান্বিত হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব যখন বাংলাদেশে এসেছিলেন তখন সময়ের অভাবে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে পারেননি। সেজন্য তিনি বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন। এর প্রেক্ষিতেই আমাদের মহাসচিব নিউইয়র্ক গেছেন, নিজের থেকে যাননি। তিনি নালিশ করতে নয়, দেশের বাস্তব অবস্থা তুলে ধরার জন্য গেছেন। দেশে এখন কী অবস্থা বিরাজ করছে এবং বিরোধী দলের ওপর যে অত্যাচার নিপীড়ন নির্যাতন হচ্ছে, সাধারণ মানুষের ওপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন যেটা হচ্ছে, সেগুলোই তুলে ধরার জন্য গেছেন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা হামলার বন্যা বইয়ে দিয়েছে- রিজভী ॥ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা হামলার বন্যা বইয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারণ ছাড়াই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ঢাকাসহ সারাদেশে গায়েবি মামলা করা হয়েছে তিন হাজারের অধিক। তিনি আরও অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ সিনিয়র নেতাদের বাসায় তল্লাশির নামে তান্ডব চালানো হচ্ছে। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। রিজভী অভিযোগ করেন, অসাংবিধানিকভাবে কারাগারে আদালত বসিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায় চায় রাষ্ট্রপক্ষ। আওয়ামী সরকার চক্রান্তমূলকভাবেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সাজা দিয়েছে।
×