ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘নারী উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার’

প্রকাশিত: ০৬:৩০, ১৩ সেপ্টেম্বর ২০১৮

‘নারী উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার’

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি বলেছেন, নারী উন্নয়নকে সর্বাধিক প্রাধান্য দিয়ে সরকারের সকল উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নারীর ক্ষমতায়নের জন্য অনেক বড় প্রকল্প গ্রহণ করেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যৌথভাবে ঢাকার সেগুনবাগিচায় একটি মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতাল স্থাপন করা হয়েছে। উত্তরাবাসীর সুবিধার্থে উত্তরায় ও একটি মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতাল স্থাপন করেছে। তিনি বুধবার সকালে রাজধানীর উত্তরায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ‘৫০ শয্যা বিশিষ্ট মহিলা ও শিশু ডায়াবেটিস, এন্ডোক্রিন ও ম্যাটবলিক হাসপাতাল’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস একটি নীরব ব্যাধি। -বিজ্ঞপ্তি
×