ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে

প্রকাশিত: ০৬:২১, ১৩ সেপ্টেম্বর ২০১৮

শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নানা সংস্কারের মাধ্যমে শেয়ারবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন। যাতে শেয়ারবাজারের ভিত্তি অনেক মজবুত হয়েছে। এমতাবস্থায় শেয়ারবাজারের গতিপথ রোধ করা সম্ভব হবে না। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রজতজয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। খায়রুল হোসেন বলেন, শেয়ারবাজার সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যাতে দোষীদের শাস্তির আওতায় আনা সহজ হয়। এছাড়া আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আনয়নের লক্ষ্যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন করা হয়েছে। তিনি বলেন, দেশের শেয়ারবাজার এরইমধ্যে বিদেশীদের কাছে আকৃষ্ট হয়ে উঠেছে। যার ফলে চীনা কনসোর্টিয়াম ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হয়েছে। একইভাবে ভবিষ্যতে বিদেশীদের বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
×